তোমার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন সম্পর্কে একটি দিনলিপি রচনা কর

 

তোমার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের দিন সম্পর্কে একটি দিনলিপি রচনা কর ।


এসএসসি পরীক্ষার ফল 


১১ মে ২০১৭, বুধবার 

অতি প্রত্যুষে আমার ঘুম ভাঙল। বিছানা ছেড়ে বাইরে উঠোনে গেলাম। এখনাে দিনের আলাে ভালাে করে ফোটেনি। ঝিরঝিরে বাতাস বইছে । পাখির কলকাকলি শােনা যাচ্ছে । স্রষ্টাকে স্মরণ করলাম । আজ আমার এসএসসি পরীক্ষার ফল প্রকাশ হবে। বুকটা দুরু দুরু করছে। বিশ্বাস আছে ভালাে ফল করব । কিন্তু মনে কোনাে শান্তি পাচ্ছি না। ভালাে ফলের কথা ভেবে খুশি হচ্ছি আবার কোনাে অঘটনের কথা ভেবে মনে মনে দুশ্চিন্তায় কুঁকড়ে যাচ্ছি। কিছুক্ষণের মধ্যে দিনের আলাে ছড়িয়ে পড়ল। মা-বাবা দুজনেই আমার খোঁজ নিলেন। বুঝতে পারলেন আমার মানসিক অবস্থা । দশটার দিকে আমরা স্কুলে গেলাম। আমার সহপাঠীদের অনেকেই এসেছে। আমরা ফলাফল জানার জন্য অপেক্ষা করছি। সবার মনেই নানা রকম ভাবনার উদয় হচ্ছে। জানতে পারলাম সহকারী প্রধান শিক্ষক আমাদের স্কুলের রেজাল্টশিট আনতে জিলা স্কুলে গেছেন। ইতােমধ্যে প্রায় বারােটা বেজে গেছে। কিছুক্ষণ পরেই। স্কুলের গেট দিয়ে একটি সিএনজি অটোরিকশা ভেতরে প্রবেশ করল । সহকারী প্রধান শিক্ষক হাসিমুখে নেমে এলেন। আমাকে লক্ষ করে বললেন, পরিশ্রম কখনাে বৃথা যায় না। তােমরা সবাই ভালাে ফল করেছ। একটু অপেক্ষা কর, আমি আগে এটা হেডস্যারের কাছে দেই। তােমরা হেডস্যারের কাছ থেকে বিস্তারিত জানতে পারবে। আমাদের যেন আর দেরি সইছে না। অবশ্য বেশি দেরি আর করতে হলাে না। হেডস্যার আমাদের নাম ধরে ডেকে ডেকে রেজাল্ট শােনালেন। আমরা মােট ৭৭ জন A+ পেয়েছি । অবশিষ্ট ২৪ জন A গ্রেডে পাশ করেছে। আমরা স্যারদের সালাম করলাম। মা-বাবাকে ফোন করে খবর জানালাম । বাড়ি ফিরে দেখলাম, আমাদের বাড়িতে যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে । মা-বাবার খুশি তাদের প্রতি আমাকে আরও কৃতজ্ঞ করে তুলল । আমি শ্রদ্ধার সাথে তাদের পদধূলি গ্রহণ কররাম । দিনটির স্মৃতি আমার আজীবন স্মরণ থাকবে ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.