বিজয় দিবসের অনুভূতি ব্যক্ত করে দিনলিপি লেখ

 

✱বিজয় দিবসের অনুভূতি ব্যক্ত করে দিনলিপি লেখ। 


বিজয় দিবস 

১৬ই ডিসেম্বর ২০ 
রাত ১০টা ১৫ মিনিট 

বিজয় দিবসের দিনটি অসাধারণ কাটালাম। আমাদের জাতীয় দিবসগুলাের চমৎকার মিল। '৫২-র ২১শে ফেব্রুয়ারিতে ভাষাআন্দোলন, ২৬শে মার্চ '৭১ স্বাধীনতা সংগ্রাম শুরু, ১৬ই ডিসেম্বর '৭১ পেলাম বিজয়। বছরটা আমরা বিজয়ের আনন্দ দিয়ে শেষ করি। প্রতিবছর আমরা দিনগুলাে উদ্যাপন করি। এবার দিনটি উদযাপন করলাম একেবারে ভিন্ন পরিবেশে। কারণ আমি কলেজে ভর্তি হয়েছি। কলেজেই বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানের আয়ােজন করা হলাে। সকাল আটটায় জাতীয় পতাকা উত্তোলন করা হলাে। হাজার হাজার ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ মিলে সমবেত সুরে গাইলেন জাতীয় সংগীত । কুরআন তিলাওয়াত, গীতাপাঠ, ত্রিপিটক পাঠ ও বাইবেল পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। এরপর শুরু হলাে অডিটোরিয়ামে শিক্ষকশিক্ষার্থীদের নিয়ে আলােচনা অনুষ্ঠান, কবিতা পাঠ, স্মৃতিচারণ, দেশের গান, দলীয় নাচ, পুরস্কার বিতরণী । এভাবে অনুষ্ঠানের ২য় পর্ব সমাপ্ত হলাে। এরপর অনুষ্ঠানের ৩য় পর্বে দেখানাে হলাে ‘রক্তস্নাত ৭১' নামের মুক্তিযুদ্ধের প্রামাণ্য চিত্র প্রদর্শিত হলাে ডিজিটাল বাের্ডে । মিলনায়তনের হাজার হাজার দর্শক পিনপতন নীরবতায় দেখছিল তা। আমি যেন ফিরে গেলাম '৭১-এ। অনুষ্ঠান শেষ হলাে। আমি যেন নিজেকে নিজেই বলছিলাম লাখাে শহিদের রক্তের বিনিময়ে পাওয়া এদেশ। এদেশকে আমরা গড়ে তুলবই। এ দিনের দীপ্ত শপথে আমি আমার আগামী দিনগুলাে গড়ে তুলতে চাই ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.