নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশের দিনের ঘটনা অবলম্বনে দিনলিপি লেখ

 

নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশের দিনের ঘটনা অবলম্বনে দিনলিপি লেখ।


নির্বাচনী পরীক্ষার ফলাফল

ফেব্রুয়ারি ১০, ২০১৭

গ্রাম থেকে শহরে এসে প্রথম এ রকম বড়াে পরীক্ষায় বসা। সুতরাং ভালাে করা তাে দূরে থাক, সবার সাথে টিকে থাকার চিন্তায়। সংকটের মধ্যে সব পরীক্ষা শেষ করেছিলাম। ফলাফলের দিন চলে এলাে। পরীক্ষা ভালাে দিলেও মনের শঙ্কা কাটছিল না। শহরের নতুন কলেজে বন্ধু-বান্ধবীও বেশি ছিল না। ফলাফল ঘােষণার সময় যত এগিয়ে আসছিল ততই হৃদকম্পন বেড়ে চলল । আমাদের কলেজটি ছিল নামকরা এবং সব অনুষ্ঠানই হতাে মােটামুটি বড়াে পরিসরে । সকল আনুষ্ঠানিকতা শেষে ফলাফল ঘােষণা করা হলাে বিকাল ৪টায় । একজন শ্রদ্ধেয় শিক্ষক নামসহ ফলাফল ঘােষণা করছিলেন । আমার নাম ঘােষণা করে বলা হলাে প্রথম হয়েছি। আমি আমার কানকে বিশ্বাস করতে পারছিলাম না। কয়েকজন বন্ধু আমার কাছে এসে অভিনন্দন জানাল । আমার একজন আত্মীয় ওই সময়ে উপস্থিত ছিলেন। সে ফলাফল শুনে আমার আগেই আমার মা-বাবাকে জানিয়ে দিল । অবশেষে আমি বাড়িতে ফোন করার আগেই মা-বাবা শহরের উদ্দেশে রওয়ানা হলাে। আমাকে কলেজ থেকে একটি বড়াে সায়েন্টিফিক ক্যালকুলেটর উপহার দেওয়া হলাে। মা-বাবা আমাকে দেখেই খুশিতে কান্না শুরু করে দিয়েছিলেন। আমিও চোখের জল ধরে রাখতে পারিনি। আমার ফলে খুশি হয়ে বাবা আমাকে একটি কম্পিউটার কিনে দিতে রাজি হলেন। আমার একটি কম্পিউটার কেনার স্বপ্নও পূরণ করল আমার নির্বাচনি পরীক্ষার ফল ।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.